সুদীপ সেন, বাঁকুড়া:- যথাযোগ্য মর্যাদা ও আড়ম্বরের সাথে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে জাতীয় ভোটার দিবস পালন করা হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও ও AERO শ্রী মানস কুমার গিরি জয়েন্ট বিডিও ও AERO শ্রী মিলন মালাকার, সভাপতি ,শালতোড়া পঞ্চায়েত সমিতি শ্রীমতী সুস্মিতা কবিরাজ, নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী দেবাশীষ সেন, সমস্ত পোলিং স্টেশনের সুপারভাইজার গণ, প্রতিযোগী গণ এবং নতুন ভোটার গণ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব বর্ণনা করেন বিডিও শ্রী মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও শ্রী মিলন মালাকার মহাশয়।
এরপর সমবেত শপথ বাক্য পাঠ করা হয়।
অনুষ্ঠানে বসে আঁকো এবং প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরপর সেরা বি, এল, ও এবং সুপারভাইজারদের পুরস্কৃত করা হয়।
Leave a Reply