টুরিস্ট স্পট খোলার দাবি নিয়ে নিমতৌড়িতে বাস অবরোধ জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মহামারি ভাইরাসের তৃতীয় সংক্রমনের রক্ষার্থে এবং ওমিক্রনের সতর্কতায় রাজ্য জুড়ে চলছে একাধিক বিধি নিষেধ, বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি, পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক স্থান গুলি, এই মত অবস্থায় পর্যটন স্থানে কর্মরত বিভিন্ন মানুষজন বিভিন্ন ব্যবসার উপরে নির্ভরশীল, পাশাপাশি টুরিস্ট বাস চালানোর অনুমতি না পাওয়ায় এবার পথে নামল পূর্ব মেদিনীপুর জেলার বাস ওনার্স অ্যাসোসিয়েশন, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকায় বাস অবরোধ করে বিক্ষোভ দেখালো জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, তাদের দাবি যেখানে সমস্ত শপিং মহল এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি খোলা রয়েছে সেখানে কেন পর্যটন স্থান গুলি বন্ধ রয়েছে যার জন্য টুরিস্ট বাস চালানোর অনুমতি পাচ্ছেন না, অবিলম্বে টুরিস্ট স্পট গুলো খুলে দেয়া হোক এবং টুরিস্ট বাস চালানোর অনুমতি দেওয়া হোক, এমনিভাবে সরকারকে আবেদন করলেন জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, এইদিন প্রায় দু’ঘণ্টা চলে অবরোধ, যার ফলে তীব্র যানজটের মধ্যে পড়তে হয় শহরবাসীকে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *