আমেরিকায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করা প্রতারকের বিরুদ্ধে গণ অভিযোগপত্র জমা পড়ল কোতয়ালী থানায়।

0
338

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আমেরিকায় চাকরি দেবে এমনটাই প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল নদীয়ার বেতাই বসবাসকারী তপন রায় নামক এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় বিগত কিছু বছর থেকে তিনি কৃষ্ণনগরের অস্থায়ী বাসিন্দা হিসাবে বউবাজার চত্বরে ভাড়া থাকতেন এবং একটি অফিসে করেন যেখান থেকে কাজ প্রার্থী বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে বিদেশে চাকরি করিয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এমনটাই অভিযোগ করলেন দিগ নগর নিবাসী কানাই দেবনাথ। তিনি বলেন তার কাছ থেকে 5 লক্ষ টাকার বিনিময় প্রতিশ্রুতি দেয়া হয় আমেরিকায় ড্রাইভার হিসেবে কাজ দেয়া হবে এবং তাকে দিল্লিতে নিয়ে গিয়ে ভিসা করানো হয় যদিও যদিও তার কথা অনুযায়ী সেই ভিসা পাসপোর্ট ভুয়ো ছিল দেড় বছর অপেক্ষা করার পর যখন কাজ পাননি তখন কানাই বাবু টাকা ফেরতের দাবি করেন কিন্তু দিনের পর দিন প্রতারণা করে অবশেষে টাকা ফেরত না পেয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে আসেন। তার কথা অনুযায়ী তারা পাঁচ লাখ টাকা করে দেয় এবং সর্বসাকুল্যে আনুমানিক 350 জনের উপরে চাকরির আশায় টাকা প্রদান করেছে কেউ এক লাখ দু লাখ কেউ আবার 60 হাজার টাকা দেন। যার কাছে যেমন পেয়েছে অবশেষে তারা সকলে মিলে এদিন থানায় অভিযোগ করে।।