বাজার করে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর।

0
287

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- বাজার করে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম মেঘনাথ চক্রবর্তী এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কালেকটারি মোড়ে। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পাত্র বাজার থেকে বাজার করে মানিক পাড়ায় বাড়ি ফিরছিল। কৃষ্ণনগর থেকে বেথুয়া গামী দ্রুত গতিতে ছুটে আসা বেসরকারি বাস পিষে দেয়। দীর্ঘক্ষন রাস্তায় মৃতদেহ পড়ে ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জনবহুল কালেকটারি মোরে নেই কোনও যান নিয়ন্ত্রণ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেশ খানিকক্ষণ পর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here