একুশ ফুটের সরস্বতী দেখতে মানুষের ঢল।

0
309

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এত দিন দুর্গা পূজো ,কালি পূজো বড় ও নানা থিমের হতো ।বর্তমানে এমন সরস্বতী দেখাই যায় না । একুশ ফুটের সরস্বতী দেখতে মানুষের ঢল।এতবড় সরস্বতী নদীয়া জেলায় নেই ।এক মাসের চেষ্টায় এই মূর্তি তৌরি করা হয়েছে । প্রায় 5 লাখ টাকা খরচ করে এই পূজো হচ্ছে রানাঘাট দক্ষিণ পাড়ায় । নিজেদের চেষ্টায় এই পূজো । কি জানালেন পূজো উদ্যোক্তারা ।