পথ কুকুরদের দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে রেডিয়াম বেল্ট পড়ানোর কর্মসূচি গ্রহণ করলো গাজোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

0
315

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পথ কুকুরদের দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে রেডিয়াম বেল্ট পড়ানোর কর্মসূচি গ্রহণ করলো গাজোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার সকালে গাজোলের কদুবাড়ি , বাসস্ট্যান্ড মোড় সহ বিভিন্ন এলাকায় পথ কুকুরদের গলায় রেডিয়াম বেল্ট লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোলের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তপন বিশ্বাস, কোষাধ্যক্ষ রুপম প্রসাদ , সংগঠনের সদস্য প্রীতম সাহা, উজ্জল সাহা সহ অন্যান্যরা।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের বক্তব্য, রাতের অন্ধকারে পথ কুকুরদের যানবাহনে চাপা পড়ে অনেক সময় মৃত্যুর ঘটনা ঘটে। এমন কি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় মোটর বাইক চালক থেকে অন্যান্য যানবাহন চালকদের। সেক্ষেত্রে রাতের অন্ধকারে যাতে পথ কুকুরদের দূর থেকে যানবাহন চালকরা দেখতে পাই, তার জন্যই কুকুরের গলায় রেডিয়াম বেল্ট পড়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরফলে রাতের অন্ধকারে দূর থেকে এক প্রকার আলো ওই সব কুকুরদের গলায় ঝলমল করবে। যার ফলে আগে থেকেই সচেতন হয়ে যেতে পারবে গাড়ির চালকেরা । এর ফলে পথ কুকুরদের দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here