এনসি রাধামাধব সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় পুস্তক ও শীতবস্ত্র প্রদান।

0
287

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ৬ ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার কোতুলপুর এনসি রাধামাধব সেবা শ্রমের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান এবং দুস্থ অসহায় মা-বাবাদের শীতবস্ত্র প্রদান করা হলো। এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের বই-খাতা পেন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অনুষ্ঠানের শুরুতেই সুর সম্রাজ্ঞী লতামঙ্গেসকারের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাপ্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ড: শ্যামল সাঁতরা। বিগত দিনে এই এন সি রাধামাধব সেবাশ্রম বিভিন্ন সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে যেমন করোনাকালে বাঁকুড়া জেলার ছাড়িয়েও খাদ্য সামগ্রী প্রদান শীতবস্ত্র প্রদান রক্তদান শিবির বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ট্রাই সাইকেল প্রদান সহ একাধিক সমাজসেবামূলক কাজ করে নজির সৃষ্টি করেছেন আজও তার ব্যতিক্রম ঘটেনি। এনসি রাধামাধব সেবাশ্রম সংঘের কর্ণধার শ্যামানন্দ মুখার্জি বলেন যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবায় কাজ করে যাব। রাধামাধব সেবাশ্রমের ব্যবস্থাপনায় রয়েছে একটি বৃদ্ধাশ্রম সেখানে বেশকিছু বয়স্ক মা বাবারা তারা নিখরচায় থাকেন এছাড়াও আছে অবৈতনিক স্কুল চিকিৎসালয় আগামী দিন মানুষের পাশে থাকবেন বলেই জানালেন এই আশ্রমে র কর্ণধার। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনের উপস্থিতি সাফল্যমন্ডিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। দূরদূরান্তের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট দের মধ্যে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা কোতুলপুর এর প্রধান নিতাই নন্দী বিশিষ্ট সমাজসেবী অধীর ঘোষ বাঁকুড়া জেলার ক্রীড়া বিশেষজ্ঞ ও মধুসূদন মুখার্জি শওকত আলী কামাল বক্স গোপাল দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here