প্রয়াত সঙ্গীত সাম্রাজ্ঞীর স্মরণে ক্যানিংয়ের শিল্পী মহল।

0
416

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – প্রায়ত হয়েছেন দেশের সঙ্গীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।সরস্বতী পূজোর বির্সজনের দিনই সঙ্গীত জগতের এমন উজ্জ্বল নক্ষত্র পতনের খবর ছড়িয়ে পড়তেই সমগ্র দেশ তথা সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি সমগ্র সঙ্গীত জগৎ এর মানুষজন শোকে বিমর্ষ হয়ে পড়েন। মৃত‍্যুকালে প্রায়ত সঙ্গীত সাম্রাজ্ঞীর বয়স হয়েছিল ৯২ বছর।সঙ্গীত জগতে এমন শোকের বার্তা ছড়িয়ে পড়তেই,বাগদেবীর আরাধনার আনন্দমূখর অনুষ্ঠান থেকে বিরত থাকেন সঙ্গীত প্রেমী মানুষজন।উৎসব মূখর দিনটি বিষাদে ভরে ওঠে।অন‍্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ক‍্যানিং মহকুমা এলাকার শিল্পী মহলে শোকের বার্তা ছড়িয়ে পড়তেই বাগদেবী আরাধনা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়।
পরিবর্তে প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি সম্মান জানাতে বাগদেবীর চরণ যুগলের নীচে বাদ্যযন্ত্র এবং তাঁর ছবি রেখে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে পালিত হয় শোক।
সঙ্গীত পরিচালক প্রদীপ বোস জানিয়েছেন,শনিবার সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মত্তছিলাম।পরিকল্পনা ছিল রবিবার সকাল থেকে আরো বেশি করে আনন্দমুখর ভাবে দিনটি কাটানোর।এরই মাঝে বিষাদের সুর ভেসে আসে,প্রয়াত হন সঙ্গীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
যাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা সঙ্গীত আরাধনা করে থাকি তিনিই নেই। বাগদেবী তাঁর কৃতি সন্তান কে নিজের কাছে নিয়ে নিয়েছেন। শূণ্য হয়েছে ধরাতল।ভাবতে খুবই কষ্ট হচ্ছে।আগামী দিনেই তাঁরই দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে।তিনিই সঙ্গীতের ধ্যান ও জ্ঞান।