নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেদিনীপুর পৌরসভার বাকি ১৪ জন তৃণমূল প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। প্রসঙ্গত মেদিনীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা আগেই হয়েছিল, বাকি ছিল শুধুমাত্র পনেরো নম্বর ওয়ার্ডটি বাকি ছিল, বুধবার সেই ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল বিশুই। তৃণমুলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, দলের পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান দিনেন রায়, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এইদিন সংবাদমাধ্যমের মুখোমুখি মেদিনীপুর পৌরসভা এবং খরগপুর পৌরসভার ৬০টি ওয়ার্ড তৃণমূল জয়লাভ করবে এমনই আশাবাদী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির, তিনি বলেন যে ছাত্র ৩৬৫ দিন পড়াশোনা করে সেই ছাত্রর বিষয় নিয়ে ভাববার কোন বিষয় নেই,পাশাপাশি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধিতা করে রাজ্যের বিধানসভা কংগ্রেস শূন্য হয়ে গেছে, বাম শূন্য হয়ে গেছে ধৈর্য ধরে অপেক্ষা করুন বিরোধী দলনেতার পদটাও চলে যাবে, এমনটাই বললেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা সময়ের অপেক্ষা বিরোধী দলনেতার পদটাও চলে যাবে,মেদিনীপুরে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ...