খামখেয়ালী আবহাওয়ার কারণে বরো ধানের চাষ কম ইন্দাসের বিভিন্ন এলাকায়।

0
260

আবদুল হাই, বাঁকুড়াঃ পরির্বতন শীল আবহাওয়ায় নাজেহাল চাষীরা।তাই এবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় বোরো ধানের চাষ কম বললেন ধান চাষীরা। কারণ এর আগে আমন ধান চাষ করতে গিয়ে শুধুমাত্র আবহাওয়ার কারণে অনেক চাষীই ঘরের লক্ষীকে ঘরে আনতে পারেনি। বেশিরভাগ ধান মাঠেই নষ্ট হয়ে গেছে। অজানা রোগ, ঝড়ো হাওয়া ও অকাল বর্ষনের ফলে ধানে ব্যপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ধান চাষীদের। বাঁকুড়া জেলার বেশিরভাগ মানুষ চাষের উপর নির্ভর করে সংসার চালায়। ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের চাষীরা জানান,আমন ধান আবহাওয়ার কারণে মাঠেই শেষ হয়ে গেছে। সেই ভয়ে এবার বরো চাষ কম করা হয়েছে। চাষীরা আরো বলেন,আমন ধানে আমাদের ব্যপক আর্থিক ক্ষতি হয়েছে।