নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর ও খড়গপুরের কর্মীদের পুলিশ চমকাচ্ছে, থানায় ডাকছে, পাড়া ছাড়া করছে, ভয় দেখাচ্ছে, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে এদের যে ভোট করানোর অভ্যাস রয়েছে সেটাই এখানে করছে,সোমবার সকালে মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিলন মাইতির প্রচারের পর “চায় পে চর্চায়” যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ,এইদিন এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিশ্র সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা,এইদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করতে দেখা গেল দিলীপ ঘোষকে, তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে এবং সাধারণ মানুষের সঙ্গে থেকে এই লড়াই চালিয়ে যাবে,পাশাপাশি স্বচ্ছ পৌরবোর্ড নিয়ে তিনি বলেন শহরে কোন ডাস্টবিন নেই, গোটা শহর ডাস্টবিনে পরিণত হয়েছে, যারা মেদিনীপুর শহরে কুড়ি বছর ধরে কিছু করতে পারেনি তারা এখন রাস্তা খুঁড়ে রাস্তা বন্ধ করে মানুষজনের হাঁটার রাস্তা বন্ধের পরিস্থিতি করে দিয়েছে,প্রথমে কুড়ি বছর তার পর দেড় বছর কোন ভোট হয়নি তখন কি ঘুমিয়ে পড়েছিল না টাকাগুলো চেপে রেখেছিল,এখন কাজ করছে নির্বাচনের মুখে, এই বদ অভ্যাস পাল্টাতে হবে, এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে, এইদিন নাম না করে শাসক দলকে এমনিভাবে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ,পাশাপাশি স্বচ্ছ পরিষ্কার বোর্ড শুধু নয় আমরা দুর্নীতি মুক্ত বোর্ড আমরা লোককে দিতে চাই, এমনটাই আশ্বাস দিলেন দিলীপ ঘোষ,পাশাপাশি ফলাফল নিয়ে তিনি বলেন বিধান নগর নির্বাচনে ভোট লুটপাট হয়েছে সেখানে যেরকম ভেবেছিলাম সেই রকম হবে না বাকি জায়গায় আমাদের ভালো ফল হবে। অন্যদিকে দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি বলেন বিধানসভা নির্বাচন ১০ তারিখ থেকে শুরু হয়েছে চলবে, আগামী ১০ তারিখ তার রেজাল্ট হবে এবং বিজেপি ক্ষমতায় ছিল আরো ভালোভাবে ক্ষমতায় আসবে বড় পার্টি হিসাবে,পাঞ্জাবেও সংগঠন দুর্বল হলেও আগের থেকে ফল ভালো হবে, এমনটাই বললেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
Home রাজ্য দক্ষিণ বাংলা খড়গপুর ও মেদিনীপুরের কর্মীদের পুলিশ চমকাতে শুরু করেছে,থানায় ডাকছে,পাড়া ছাড়া করছে,মেদিনীপুরে প্রার্থীর...