দুর্নীতি প্রমাণ হলে সব পদ ছেড়ে দেবো,কোলাঘাটে বললেন সেলিম আলী।

0
338

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃনমূল শ্রমিক সংগঠনের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে,এই মর্মে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অপু মজুমদারকে লিখিত ভাবে জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার INTTUC সভাপতি শিবনাথ সরকার। অন্য দিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাস পন্ডের চাই নিষ্কাশন এর জন্যে ডাম্পার থেকে তোলা আদায় ব্যপারে KTPP ঠিকা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আলী বলেন জেলায় নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন তায় নতুন ভাবে জেলা কমিটি গঠন হবে নিয়ম মেনেই তায় কিছু দিন শ্রমিক সংগঠনের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আর ছাই খাদান এর সঙ্গে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃনমূল শ্রমিক সংগঠনের কোনো সম্পর্ক নেই। সেলিম বাবু আরো দাবি করেছেন যোদি তার বিরুদ্ধে ওঠা কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে তিনি সব পদ ছেরে দেবেন। তিনি আরো বলেন তার বিরুদ্ধে যে কোনো তদন্ত করতে পারেন।এই সম্বন্ধে বিজেপি ফায়দা তুলতে প্রস্তুত বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি বলেন তৃণমূল টা হচ্ছে তোলাবাজির দল, এই তোলাবাজির কারণে কোন শিল্প আসছে না বাংলায়, যেগুলি রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক, পাশাপাশি তিনি অভিযোগ করেন বহু টাকার বিনিময় কর্মীদের নিয়োগ করা হচ্ছে এবং ঠিকঠাক তাদের পারিশ্রমিক দিচ্ছে না, এমনিভাবে কটাক্ষ করলেন তিনি।