নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন ধরনের ট্যাবলো সাজিয়ে সম্প্রীতি যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার সারলেন নবদ্বীপ পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কো-অর্ডিনেটর তথা তৃণমূল মনোনীত প্রার্থী মনিকা চক্রবর্তী। এই দিন বিকেলে প্রার্থী মনিকা চক্রবর্তীর সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বড়াল ঘাট সংলগ্ন তৃণমূলের মুখ্য দলীয় কার্যালয় থেকে বের হয়ে ১০ নম্বর ওয়ার্ডের বড় বাজার রোড সহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। পাশাপাশি শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ডের বসবাসকারী সাধারণ ভোটারদের সাথে সৌজন্যতা মুলক সাক্ষাতকার ও ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। প্রার্থী ছাড়াও শোভাযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।