দুবরাজপুর পৌরসভার ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল।

0
270

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভা নির্বাচনের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ টি আসনে নির্বাচন হবে। তাই তৃণমূল, বিজেপি, সিপিআইএম, নির্দল সহ সমস্ত দল নেমে পড়েছে ভোটযুদ্ধে। এবার দুবরাজপুর পৌরসভার ১১ জন তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের আইনজীবী ও মোহরীরা। দুবরাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এদিন তাঁরা একটি মিছিল করেন এবং স্ট্রীট কর্ণার করে বক্তব্য রাখেন। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সরকারি আইনজীবী তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে, রাম শান্তনু নায়ক সহ সমস্ত মোহরীরা।