আবদুল হাই, বাঁকুড়াঃ বালি ভর্তি ডাম্পারের ধাক্কায় এক শিশু সহ দুজনের মৃত্যুর ঘটনায় আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ওন্দা থানার মিত্রবাঁধ এলাকায়। ঘাতক ডাম্পারে ভাংচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ, ভাংচুর করা হয় পুলিশের একটি গাড়িতেও।
স্থানীয় সূত্রে জানা গেছে একটি টোটোয় করে শ্যামপুর থেকে রতনপুরের দিকে যাচ্ছিলেন এক আনুমানিক পঞ্চাশ বছরের মহিলা ও পাঁচ বছরের এক শিশু। মিত্রবাঁধের কাছে উলটো দিক থেকে আসা একটি ডাম্পার মুখোমুখি টোটোটিকে ধাক্কা মারলে এক শিশু সহ টোটোর দুই যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। এরপর ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হন ওই শিশু সহ দুজন। জানা গেছে সম্পর্কে দিদা ও নাতির ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনায় আহত হন টোটো চালক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরই ডাম্পার চালক ও খালাসি এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা ঘাতক ডাম্পারে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের একটি গাড়ি গেলে সেই গাড়িটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে ছুটে যান উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।