৬০ বিঘা খাস জমিতে ৯ লাখ অবৈধ পোস্ত গাছ ট্র্যাক্টর দিয়ে নষ্ট করলো আবগারি দপ্তর।

0
300

আবদুল হাই, বাঁকুড়াঃ দামোদরের মানাচরে বেআইনী পোস্ত চাষের সন্ধান পেল বাঁকুড়া জেলা আবগারি দপ্তর । গত জানুয়ারি থেকে কয়েক দফায় কয়েকশো একর বেআইনি পোস্ত গাছ ট্রাক্টর দিয়ে মাড়িয়ে বড়োসড়ো সাফল্য পাওয়ার পর বুধবার জেলা আবগারী দপ্তর বড়জোড়া থানার পিংরুই মৌজার দামোদর মানাচরে বেআইনী পোস্ত গাছ ভেঙে নষ্ট করে দিল। ড্রোনের সাহায্যে এখানে অবৈধ পোস্ত চাষ হচ্ছে বলে সন্ধান পায় আবগারী দপ্তর। তারপরই বড়জোড়া থানার আইসির নেতৃত্বে এদিন দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে স্পীড বোট নিয়ে মানাচরে পৌঁছান আবগারি দপ্তরের কর্তারা ।সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর বিশ্বজিৎ ভক্ত বলেন, এদিন আনুমানিক ৬০ বিঘা খাস জমিতে প্রায় ৯ লাখ পোস্ত গাছ নষ্ট করা হয়েছে ট্রাক্টর ও শ্রমিক দিয়ে। তিনি জানিয়েছেন এই অভিযান চলতে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here