ইভিএম কারচুপির অভিযোগ তুললেন সৌমিত্র খাঁ।

0
233

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ৭ টি ই ভি এম মেশিন কারচুপি করা হয়েছে সেই দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপির রাজ্য যুব সহসভাপতি সৌমিত্র খাঁ। তিনি আরো বলেন এই EVM মেশিন অবিলম্বে চেঞ্জ করতে হবে যদি না করেন তাহলে হাইকোর্টে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ. তিনি আরো বলেন ৬ নম্বর ৮ নম্বর ৯ নম্বর এইসব ওয়ার্ডগুলোতে মেশিন গুলি বাঁকুড়া থেকে আনা হয়েছিল কিন্তু মেসিনে শীল নেই । তার আরও অভিযোগ মেশিন গুলি হয় তো বা ছাপ্পা মেরে তারপরে নিয়ে এসেছে। যেহেতু আমাদের পৌরভোটে মকপোলের ব্যবস্থা নেই তাই এসব কারসাজি করছে। সেই অভিযোগে বিজেপি রাজ্য যুব নেতা
তিনি হাইকোর্টে যাবারও হুশিয়ারী দেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তন্ময় ঘোষ সৌমিত্রকে পরিযায়ী পাখি বলে আখ্যা দেন ।তিনি আরো বলেন পায়ের তলার মাটি চলে গেছে তাই এসব ভুলভাল বকছে সৌমিত্র খাঁ