নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর্থিক অনটনে আচ্ছন্ন পরিবার, পরিবারকে কিছুটা সবল করে তোলার তাগিদে 4 মাস আগে পাড়ি দিয়েছিলেন ইউক্রেনে। কিন্তু বর্তমানে ইউক্রেনের ঘটনায় ঘুম উড়েছে অধিকারী পরিবারের। দুই দিন ধরে খাওয়া দাওয়া প্রায় বন্ধ। যতক্ষণ না ঘরের ছেলে ঘরে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না তাদের। নদীয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা সুমন অধিকারী (৩১)। বাড়িতে রয়েছে স্ত্রী একটি ছোট সন্তান এবং বৃদ্ধা শাশুড়ি। বাবা মা মারা গেছে আগেই। কোনরকমে সংসার চলত তাদের। কিন্তু বাড়িতে থেকে যা আর্থিক উপার্জন হতো তাতে আর্থিক অনটন লেগেই থাকত নিত্যদিন। কিছুটা আর্থিক দিক থেকে সফল হওয়ার নেশায় গত চার মাস আগে ডেলিভারি বয়ের কাজে গিয়েছিলেন ইউক্রেনে। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু ইউক্রেনের ঘটনা ঘুম কেড়ে নিয়েছে সুমন অধিকারীর স্ত্রী সহ তার পরিবারের সদস্যদের। সুমন অধিকারী স্ত্রী জানাচ্ছেন, তার সঙ্গে ফোনে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে। ইউক্রেন ছেড়েছে আপাতত পোল্যান্ডের রয়েছে। কিন্তু যতক্ষণ না ও বাড়ি ফিরছে ততক্ষণ কিছুই খাওয়া-দাওয়া করতে পারছেন না চিন্তায় তারা।