পৌর নির্বাচন মিটতেই দৃশ্য দূষণ রোধের বার্তা তৃণমূল কংগ্রেসের, পৌর নির্বাচনের ভোটগ্রহণ পর্বের ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই তৃণমূল প্রার্থী নিজ এলাকা থেকে খোলানো শুরু করলেন দলীয় পতাকা-ফ্লেক্স।

0
434

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- পৌর নির্বাচন মিটতেই দৃশ্য দূষণ রোধের বার্তা তৃণমূল কংগ্রেসের, পৌর নির্বাচনের ভোটগ্রহণ পর্বের ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই তৃণমূল প্রার্থী নিজ এলাকা থেকে খোলানো শুরু করলেন দলীয় পতাকা-ফ্লেক্স। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ২২নং ওয়ার্ডের। সোমবার ২২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পৌর নির্বাচনে দলীয় প্রচারের উদ্দেশ্যে লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা সহ নিজের ছবি সম্বলিত ফ্লেক্স খোলা শুরু করেন। ২২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী-র বক্তব্য তারা নির্বাচনের পূর্বে এলাকার বাড়িগুলির মালিকদের কাছ থেকে দলীয় পতাকা-প্রচারের ফ্লেক্স লাগানোর যখন অনুমতি নিয়েছিলেন তখন তারা বলেছিলেন ভোট মিটতেই সেগুলি তারা খুলে নেবেন। তিনি বলেন সমস্ত দলীয় পতাকা-প্রচার ফ্লেক্স খুলে নেব এবং পরিবেশকে দৃশ্য দূষণের হাত থেকে বাচাব, এটা মানুষের কাছেও একটা পরিবেশ বান্ধব বার্তা। এমন ভাবনায় খুশি জেলার পরিবেশপ্রেমীরাও। পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন খুবই ভাল, এভাবে সবার এগিয়ে আসা উচিৎ। তিনি বলেন এর আগেও আমরা প্রশাসনকে বলেছি ভোট শেষে হলে দলীয় পতাকা-ফ্লেক্স যেন খুলে নেয়। তিনি আরও বলেন এটা একটা উদাহরণ। একইভাবে তিনি বলেন এই শহরটা ক্রমশ বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে, এর থেকে মুক্তি পাওয়া উচিৎ।