দুর্ঘটনায় আহত বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর।

0
311

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- কয়েকমাস আগে একটি পুরনো মোটর সাইকেল নিয়ে গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতে যেতেন। আর বাদাম বিক্রি করার সময় একটি গান বেঁধে ফেলেছিলেন। সেই গান সোস্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম… এই গানের স্রষ্টা ভুবন বাদ্যকর বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি সোমবার সন্ধ্যায় একটি মারুতি গাড়ী চালানোর সময় আহত হন। এখন সিউড়ি সুপার স্পেশালিটী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায়, ভুবন বাদ্যকর রবিবার চারচাকার একটি পুরানো গাড়ি কেনেন। গতকাল অর্থাৎ সোমবার সেই গাড়ি ঘর থেকে বের করতে গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ফলে দুর্ঘটনা ঘটে যায়। ভুবন বাদ্যকরের দাদা জানান, সন্ধ্যে ৬ টা নাগাদ আমার দাদা ভুবন বাদ্যকর ঘর থেকে সদ্য কেনা গাড়িটি বের করতে যান। সেই সময় গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। হঠাৎই এক্সিলেটরে চাপ পড়ে যাওয়ায়, গাড়ি এগিয়ে যায়। তখন গাড়িটি নিয়ন্ত্রণে আনতে জোরে ব্রেক কষেণ ভুবন বাবু। হঠাৎ ব্রেক কষার কারণে বুকে ও মাথায় ধাক্কা লাগে তার। ঘটনার পর তড়িঘড়ি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় “কাঁচা বাদাম” খ্যাত ভুবন বাদ্যকারকে। সেখানে চিকিৎসকরা তাঁর বুকের এক্সরে করানো হয়। যদিও বা তাঁর সেরকম কিছু হইনি বলে জানান চিকিৎসকরা। বর্তমানে সিউড়ি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবশ্য আজ ছেড়ে দেওয়া হবে বলে জানান চিকিৎসকরা।