মালদা কলেজে কড়া পুলিশি নিরাপত্তায়  স্ট্রং রুমের প্রহরায় রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী করা নজদারি চালাছে ।

0
356

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  রাত পেরলেই পুরো নির্বাচনের ফলাফল গণনার কাজ শুরু হবে । আর তার প্রাক্কালে মালদহের ইংরেজবাজার পুরসভা এবং পুরাতন মালদা পুরসভা বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা জয়ের অংক কষতে শুরু করেছেন। যদিও এবারে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা নিয়ে এক প্রকার বোর্ড দখলের নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তবে প্রার্থীদের বিভিন্ন ওয়ার্ডে বিরোধীদের থেকে জয়ের ব্যবধান কতটা থাকবে, তা নিয়ে দলের মধ্যে  শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ । যদিও বিরোধীদের দাবি, তৃণমূল এবারে ছাপ্পা ভোট দিয়েও পুরভোট দখল করতে পারবে না। সব মিলিয়ে এখন শুধু সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, ২ মার্চ মালদা কলেজে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , দুটি পুরসভার ইভিএম মেশিন মালদা কলেজে স্ট্রং রুমের ইভিএম মেশিনে গুলি রাখা হয়েছে। মালদা কলেজে কড়া পুলিশি নিরাপত্তায়  স্ট্রং রুমের প্রহরায় রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী করা নজদারি চালাছে । সমস্ত স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ২ মার্চ সকাল সাতটা থেকে গণনা শুরু হয়ে যাবে ভোট গণণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here