Nitish Model er প্রচার অভিযন উপলক্ষ্যে “জনসংযোগ অভিযান” কর্মসূচি।

0
366

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- আজ ১ লা মার্চ,JDU,Nitish Brigade, Samajbadi Sangha, মিলিত ভাবে বিশিষ্ট সমাজবাদী নেতা , বিহার এর মুখ্যমন্ত্রী,JDU National Leader, নীতীশ কুমার মহাশয় এর জন্মদিন পালন করে,এর সাথে সাথে West Bengal এর ২৯৪টি বিধানসভায় Nitish Model er প্রচার অভিযন উপলক্ষ্যে “জনসংযোগ অভিযান” কর্মসূচি গ্রহণ করা হয়, এই কর্মসূচি ১১ অক্টোবর লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ মহাশয় এর জন্মদিন পর্যন্ত জনসংযোজ অভিযান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
Nitish Model,
দলতন্ত্র মুক্ত আইনের শাসন, হিংসা ও মদ মুক্ত বাংলা, দলতন্ত্র ও দূর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ন্যায় এর সাথে উন্নয়ন ও কর্মসংস্থান, এর মাধ্যমে গণতান্ত্রিক সমাজবাদী বাংলা গঠনের লক্ষ্য,
জনসংযোগ অভিযান,এর প্রথম দিন Hooghly District,Tarakeswar এর নিকটে Ballavipur, এ নীতীশ কুমার এর জন্মদিন পালন,ও ছাত্র, ছাত্রী দের পুস্তক,খাতা,পেন,উপহার হিসাবে দেওয়া হয়, বয়স্ক দের, ধুতি, শাড়ী, উপাহার হিসাবে দেওয়া হয়,এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন JDU National Council Member Ashoke Das,Hooghly Dist,President,JDU,Biswanath,Putkite সহ,JDU, নীতীশ ব্রিগেড এর নেতৃবৃন্দ।
দক্ষিণ Dinajpur District, এর বালুরঘাটে JDU District President, সজল অধিকারী, মুর্শিদাবাদ জেলার Khargram এ JDU,Dist, President,Manik Kumar Das,Samajbadi Sangha, র নেতৃবৃন্দ, নীতীশ কুমার এর জন্মদিন পালন করেন, ও মিষ্টি বিতরণ করেন, JDU যুব District President, চিন্ময় ঘোষ Nawda তে ,JDU District President,Shamal Mahato,Jhargram এ, কামাক্ষা সরকার, ভবতোষ লাহিড়ী,JDU District, President,General secretary, রায়গঞ্জ, এ JDU,Dist, President Ganesh Singha, বাঁকুড়া জেলার onda তে,Krisnaprasa Sen,Kamal Bag, মিরিকপুর এ, মেদিনীপুর পূর্ব,ফানি মাহাতো,Shamapada Barui,Purulia, Kartik paswan,JDU, District President,Bijay Singh,JDU State Vi, President,Bahula,Bardwan এ, সঞ্জয় সাহা, রাজ্য সম্পাদক,সমাজবাদী সংঘ, ১২বিশা আলিপুরদুয়ার,সঞ্জয় বড়ুয়া ,nagrakata জলপাইগুড়ি,কার্তিক সাহা, ত্রিদিব দে,কলকাতা , সন্তোষ বর্মন,দিনহাটা,Binith Chakraborty, হাওড়া,Kalisekhar Mahato,JDU, পুরুলিয়া জেলা সভাপতি, বিপিনেশ পান্ডে,JDU State General Secretary, বাপি খান,সাউথ ২৪,পরগনা,JDU District President Dipak Das,Paschim Medinipur,Narayangarh এ নীতীশ কুমার এর জন্মদিন পালন ও জনসংযোগ অভিযান এ অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here