জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নীলম শর্মা।

0
231

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নীলম শর্মা। ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মহুয়া দত্ত বন্দোপাধ্যায়
১০৬৪ ভোটে জয়ী হয়ে নতুন নজির গড়েছেন। কারণ, গত কয়েক দশক ধরে এই ওয়ার্ড‌টি বামেদের দখলে ছিল। জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভার ৫৭টি আসনের ভোট গণনা শুরু হয়েছে বুধবার। জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজে এবার পুরসভা নির্বাচনে‌র ভোট গণনা‌র ব‍্যবস্থা করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। জলপাইগুড়ি পুরসভা‌র পাশাপাশি ময়নাগুড়ি পুরসভা‌র ভোট গণনাও হচ্ছে এখানে। গণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকম ব‍্যবস্থা নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জলপাইগুড়ি পুরসভা‌র ২৫টি ওয়ার্ডের পাশাপাশি ময়নাগুড়ি পুরসভা‌র ১৭টি ওয়ার্ডের ভোট গণনা চলছে। জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডের ৮২ জন প্রার্থীর ভাগ্য গণনা হচ্ছে এবার। এছাড়া ময়নাগুড়ি পুরসভার ১৭টি ওয়ার্ডে‌র মোট প্রার্থী রয়েছেন ৫৭ জন। ভোট গণনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা‌র ব‍্যবস্থা করা হয়েছে। জলপাইগুড়ি পুরসভার গণনা হচ্ছে মোট ১৬টি টেবিলে। গণনা হবে ৮ রাউন্ড। এছাড়া ময়না‌গুড়ি পুুুরসভার ভোট গণনা হচ্ছে ৫টি টেবিলে। এখানে গণনা হবে মোট ৭ রাউন্ড।