কাঁথি পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১৭টি ওয়ার্ড,BJP র ঝুলিতে ৩টি ওয়ার্ড, নির্দলের খাতায় একটি ওয়ার্ড।

0
277

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ১৭ টি ওয়ার্ড, বিজেপির ঝুলিতে পুরলো ৩টি ওয়ার্ড,পৌর বোর্ড গঠন করছে তৃণমূল, জানা গিয়েছে ১ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শেখ সাবুল,২ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শঙ্কর লাল দাস,৩নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সঞ্চিতা জানা,৪ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলেম আলি খান,৫ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিস পাহাড়ি,৬ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রিনা দাস। ৭নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অতনু গিরি,৮ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী পম্পা জানা মাইতি,৯ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী লিনা দাস, ১০নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অরুপ দাস,
১১নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী সুময় দাস,১২নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী পম্পা জানা মাইতি
১৩নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরি,১৪নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুবল মান্না,১৫নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য,১৬নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রুমা দাস,১৭নং ওয়ার্ডে জয়ী (বিজেপি) প্রার্থী তাপস দোলাই,১৮নং ওয়ার্ডে জয়ী (বিজেপি) প্রার্থী সুশীল দাস,১৯নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী নিত্যানন্দ মাইতি,২০নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শ্রাবনী জানা,২১নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীসন্দীপ জানা।