গৃহস্থ বাড়ির শৌচালয়ের ভেতর থেকে উদ্ধার বিষধর চন্দ্রবোড়া সাপ, আতঙ্কে গোটা পরিবারে।

0
231

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গৃহস্থ বাড়ির শৌচালয়ের ভেতর থেকে উদ্ধার বিষধর চন্দ্রবোড়া সাপ, আতঙ্কে গোটা পরিবারে। জানা যায় বৃহস্পতিবার রাতে শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত মাহেষ্য পাড়ার বাসিন্দা সাধন দাস এর বাড়ির শৌচালয়ের ভেতরে ওই বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে লক্ষ্য করে পরিবারের সদস্যরা এরপরে আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। পরিবারের পক্ষ থেকে ফোন করে বনদপ্তরে
এর পরেই ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী অনুপম সাহা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টাই ওই বিষধর চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। উদ্ধার কার্যের শেষে উদ্ধারকারী অনুপম সাহা বলেন, সাপটি যথেষ্টই বড় আকৃতির, বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করা হলো এখন বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে। স্বভাবতই ওই বিষধর চন্দ্রবোড়া সাপটি উদ্ধার হওয়ার পরে যথেষ্টই স্বস্তি মিলেছে গোটা পরিবারে।