গভীর রাতে পরপর দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য।

0
379

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে পরপর দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। দুটি কালীমন্দির থেকেই প্রায় লক্ষাধিক টাকার গহনা চুরি বলে অনুমান মন্দির কর্তৃপক্ষদের। সাতসকালেই মন্দিরে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুর 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায়। জানা যায় ওই এলাকার একটি প্রাচীন কালীমন্দিরে গতকাল গভীর রাতে গ্রিলের তালা ভেঙে কালি মূর্তির গায়ের থেকে সোনার গহনা সহ প্রণামী বাক্স তে জমে থাকা নগদ টাকা এছাড়াও বেশকিছু রুপার গহনা চুরি হয়ে যায়, যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঠিক তেমনই 24 নম্বর ওয়ার্ডের একটি গৃহস্থ বাড়ির কালী মন্দিরে একইভাবে চুরির ঘটনা ঘটে। শেখানোও প্রায় কয়েক হাজার টাকার গহনা চুরি গেছে বলে দাবি করছেন ওই গৃহস্থ বাড়ির সদস্যরা। স্বভাবতই একই রাতে পরপর দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। যদিও দুটি কালীমন্দিরে চুরির ঘটনার স্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও তদন্তের স্বার্থে সাধারণ মানুষের সাথে কথা বলে।