মারিশদা থানার দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত পরিবারদের সহানুভূতি জানালেন মৎস্য মন্ত্রী।

0
275

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মারিশদা থানার দীঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের ওপরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের এবং গুরুত্বর আহত হয়েছিল এক অটোচালক- সহ ৯ জন। শনিবার বিকেলে ঐ পথ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের মৎস মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি । এই দিন তিনি মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী। এই দিন অখিলবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা মৃতের প্রতি পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে কুড়ি হাজার টাকা তুলে দিয়েছি। তবে এই পথ দুর্ঘটনায় পুলিশের কোন দোষ নেই বলে সরাসরি ক্লিনচিট দেন পুলিশকে রাজ্যের মন্ত্রী অখিল গিরি। কিন্তু যদিও স্থানীয়দের অভিযোগ,পুলিশের তোলাবাজির জন্য মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মন্ত্রী আরও বলেন একটা বাস একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে আমি বলবও সরকারের পরিবহন ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থা একটু ভালো হলে হলে কোন অসুবিধা হবে না বলে দাবি করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।