বামেদের বিক্ষোভ মিছিল দুবরাজপুরে।

0
239

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্নচিহ্ন উঠছে। প্রতিবাদ, বিক্ষোভে আলোড়িত হচ্ছে আমতা সহ গোটা রাজ্য। বিজেপি, তৃণমূল, সিপিএম – রাজনৈতিক রং নির্বিশেষে প্রত্যেক শিবির বলছে – নিরপেক্ষ তদন্ত হোক। পাশাপাশি আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এসপি অফিস অভিযান কর্মসূচিতে সামিল হওয়ায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জী সহ ১৬ জন বাম সংগঠনের কমরেডদের মিথ্যা মামলায় আটকে রেখেছে পুলিশ। এমনকী গ্রেপ্তারের পরে থানার লক আপেও চলেছে আন্দোলনকারীদের ওপর ভয়াবহ পুলিশী নির্যাতন। তাই আজ রবিবার তাঁদের মুক্তির দাবিতে সিপিএমের পক্ষ থেকে বীরভূম জেলার দুবরাজপুরে বিক্ষোভ করা হল। এদিন উপস্থিত ছিলেন বাম সংগঠনের জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, শীতল বাউরী, আলাউদ্দিন খান সহ আরো অনেকে। এদিন শীতল বাউরী জানান, অবিলম্বে মীনাক্ষি মুখার্জী সহ ১৬ জন বাম সংগঠনের কমরেডদের মুক্তির দাবিতে আমরা দুবরাজপুর শহরজুড়ে আমরা বিক্ষোভ মিছিল করলাম। পাশাপাশি পৌর ভোটে যেভাবে ভোট লুঠ করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।