মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে শুভেচ্ছা জানালো শহর তৃণমূল কংগ্রেস।

0
270

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- টানা দু’বছর বন্ধ ছিল বিদ্যালয়ের দ্বার। ছাত্র জীবনের প্রথম গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা বন্ধ ছিলো। হতাশা গ্রাস করেছিল ছাত্র-ছাত্রীদের, ভবিষ্যতের কথা ভেবে ভেঙ্গে পড়েছিলেন অভিভাবকরাও। অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সরকার সিদ্ধান্ত নেয় মাধ্যমিক পরীক্ষা নেওয়ার।
ছাত্র-ছাত্রীদের জানাচ্ছেন অনলাইনে ক্লাস হলেও, তা ছিল দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবুও পরীক্ষা না দিয়ে পাস করার পক্ষপাতি তারা নয়, তারা সরকারকে সাধুবাদ জানায় যোগ্যতা প্রমাণের পরীক্ষা নেওয়ার জন্য‌।
দীর্ঘদিন ধরে হতাশা গ্রাস করা ছাত্র-ছাত্রীদের মনোবল চাঙ্গা করতে, বিদ্যালয়ের সামনে অস্থায়ী শিবির করে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা গেলো ছাত্র-ছাত্রীদের হাতে লাল গোলাপ তুলে দিতে। পরীক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সাফল্য কামনা করলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক ও শান্তিপুর যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি জয়ন্ত ঘোষ ও শান্তিপুর পৌরসভার নব নিযুক্ত কাউন্সিলর প্রসেনজিৎ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here