আন্তর্জাতিক নারী দিবস পালন বাঁকুড়ার তিলুড়ী তে।

0
276

সুদীপ সেন, বাঁকুড়া:- আন্তর্জাতিক নারী দিবস বরাবর ই পালন করা হয়ে থাকে ৮ ই মার্চ।

নারীর ক্ষমতায়ন ,মর্যাদা ও নারী স্বাধীনতা কে সামনে রেখে এই দিন টি গোটা দুনিয়ায় পালন করা হয়।

যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই অনেকেই এই বিশেষ দিনটিকে ঘটা করে পালন করছে না।

সেইভাবেই বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রামে সর্ব ভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেস, তিলুড়ী এর পক্ষ থেকে দিনটি আলোচনা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে পালন করা হলো।

শালতোড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা কবিরাজ সকলের সামনে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা এই দিনটি পালন করছেন।

এছাড়াও তিনি নারী দের ক্ষমতায়ন, স্বাধীনতা , মর্যাদা এবং আত্ম নির্ভরশীল হয়ে বলিষ্ঠ সমাজ গঠনের কথা বলেন।

মহিলাদের সন্মান ও স্বনির্ভর করার ক্ষেত্রে তিনি মুখ্য মন্ত্রীর নানা প্রকল্পের উপকারের কথা তুলে ধরেন।

সকলকে মিষ্টি মুখ করিয়ে এই মহতী দিনের অনুষ্ঠান শেষ হয়।