রক্তদানের মধ্যদিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।

0
297

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হল ক্যানিং মহকুমার বিভিন্ন প্রান্তে। নারী দিবস পালিত হল ক্যানিংয়েও। ক্যানিং ১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্যানিং বাসষ্ট্যান্ডে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।অনুষ্ঠান মঞ্চে নারী দিবস এর তাৎপর্য নিয়ে বিভিন্ন মানুষজন তাঁদের বক্তব্য জনসমক্ষে তুলে ধরেন।ক্যানিং বাস ষ্ট্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিস্ত্রী,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা যুথিকা ভুঁইয়া,অসীমা নস্কর,সুলেখা হালদার,গীতশ্রী প্রধান,জেলা পরিষদ সদস্য তপন সাহা,সুশীল সরদার,ক্যানিং ১ ব্লক তৃণমূল যুবসভাপতি অরিত্র বসু,মাতলা ১ অঞ্চল সভাপতি শম্ভু সাহা সহ অন্যান্য বিশিষ্টরা।
উল্লেখ্য এদিন আন্তর্জাতিক নারী দিবস কে আরো বেশী করে স্মরণীয় রাখতে এবং মহিলাদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান প্রদানের জন্য এক রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।সেখানে প্রায় পঞ্চাশ জনের অধিক মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন।
উল্লেখ্য বিগত দিনে কোন রক্তদান উৎসবে শুধু মাত্র মহিলারাই রক্তদান করেছেন এমন নজীর মহকুমা তথা জেলার অন্যত্র কোথাও নেই।যা বিরল ঘটনা।
ক্যানিং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অহল্যা বিশ্বাস কয়াল জানিয়েছেন ‘আমরা মহিলারা জাগ্রত হয়েছি,সমাজের বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন মহিলারা। তাদের গৌরবে আমরা মহিলারা গৌরাবান্বিত।আজ আন্তর্জাতিক নারী দিবস পালনের পাশাপাশি আমরা সমাজের কল্যানে রক্তদান করেছি। আমরা মহিলারা কোন অংশে পুরুষদের তুলনায় কম নয়। ’