নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিশ্ব মহিলা দিবস তাই মহিলা দিবস উপলক্ষে মালদা নেহেরু যুব কেন্দ্র ও UNICEF এর উদ্ধোগে মালদহের বামনগোলা ব্লকের ডাকাত পুকুর ডি এস এস ক্লাব ও নবমী গঙ্গার সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হলো। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি। এই অনুষ্ঠানে মহিলাদের কে বিশেষভাবে সম্মান দেওয়া হয়। এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মহিলাদের নাচ,গান, বল পাস, সুই এ সুতা পড়ানো,আলপনা আঁকা, শাড়ি ভাঁজ করা, হারি ভাঙ্গা,শঙ্খধ্বনি সহ পভৃতি । সর্বশেষে সবাইকে পুরস্কৃত করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজকর্মী শিবানী মাহাতো, জামতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরী বর্মন, ও ঐ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
Leave a Reply