নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদহের চাঁচল এলাকায় রাজ্য সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে বোমা বাধার সরঞ্জাম।বিকট শব্দে ঘুম ভাঙল পাড়া প্রতিবেশীদের।এমনই বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার তিন কিমি অদূরে কলিগ্রাম দোসরকি মোড় এলাকায়।এই ঘটনায় রীতিমতো আতঙ্ক রয়েছে এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেল,মঙ্গলবার গভীর রাতে রাজ্য সড়কের উপর অর্থাৎ চায়ের দোকান থেকে ১২ ফিট দুরত্বে পরপর দুটি বোমা ফাটিয়েছে দুস্কৃতিরা।বিকট শব্দ পাওয়ার পরে ঘুম ভেঙে ঘর থেকে বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন সড়কের উপর বোমা ফাটানোর স্পষ্ট চিহ্ন রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতলি ও কৌটার অংশ।
কে বা কারা এই ঘটনা ঘটালো হতগ্রস্ত বাসিন্দারা।ঘটনাস্থলে পুলিশ গিয়ে সব কিছু খতিয়ে দেখেছে।ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।এলাকাবাসীর দাবি অবিলম্বে দুস্কৃতিদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক।গভীর রাতে এমন ঘটনায় বেশ আতঙ্কে রয়েছে ওই এলাকার বাসিন্দারা।
Leave a Reply