নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বুধবার সকালে ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম লোধাসুলি রাজ্য সড়কের মাঝে শালবনি এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়ায় ছটি হাতি। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায় বাইক থেকে বাস সহ ছোট গাড়ি। যার ফলে সমস্যায় পড়েন বাসে থাকা নিত্যযাত্রীরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা ও হুলা পার্টির সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে হুলা পার্টির সদস্যরা রাজ্য সড়কের উপর থেকে ওই ছয় টি হাতিকে স্থানীয় জঙ্গলের দিকে নিয়ে যায় ।সেই সঙ্গে জঙ্গল থেকে খাবারের সন্ধানে ওই এলাকার লোকালয়ে ঢুকে হাতির দল তাণ্ডব চালায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। যেভাবে প্রকাশ্যে হাতির দল দিনের বেলায় রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা । কয়েকদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি হাতি বিভিন্ন গ্রামে গিয়ে তাণ্ডব শুরু করেছে। বুধবার সেই হাতির দল রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়ায়।বন দফতর এর পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বনদপ্তর এর কর্মীরা হাতির গতিবিধির ওপর নজরদারি শুরু করেছে বলে বন দফতর এর পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। হাতির হামলায় আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রাম গুলির বাসিন্দারা। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে ঝাড়গ্রাম জেলার ওই গ্রাম গুলির বাসিন্দাদের কপালে।