বাথরুমের জল খেয়ে দিন কাটিয়েছি বলে জানালেন ইউক্রেন থেকে ফেরত ডাক্তারি পড়ুয়া ঝাড়গ্রামের রুপম মন্ডল।

0
988

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে মঙ্গলবার বিকালে ঝাড়গ্রামে নিজের বাড়িতে ফিরলেন ঝাড়গ্রাম এর ভূমিপুত্র ডাক্তারি পড়ুয়া রুপম মন্ডল। ২০১৮ সালে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে পাড়ি দিয়েছিল রুপম। সে এখন চতুর্থ বর্ষের ছাত্র। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর বাংকারের মধ্যে দিন কাটাতে হয়েছে। মঙ্গলবার নিজের বাড়িতে ফিরে সে তার অভিজ্ঞতার কথা জানায়। রুপম জানান তাকে বাথরুমের জল খেয়ে দিন কাটাতে হয়েছে। রাস্তায় বারানো সম্ভব হয়নি ।বহুকষ্টে পলান্ড হয়ে ভারতে ফিরেছি। এখনো বহু ভারতীয় পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছে। তাই বন্ধুদের জন্য তার মন খারাপ। সেই জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন যেসব ডাক্তারি পড়ুয়া বা অন্যান্য ভারতীয়রা ইউক্রেনে আটকে পড়েছে তাদের উদ্ধার করে নিয়ে আসা হোক। সুস্থভাবে বাড়িতে ফিরে আসায় বাবা-মায়ের সঙ্গে মিলিত হতে পেরে খুশি বলে সে জানান। সেই সঙ্গে ছেলেকে ফিরে পেয়ে খুশি তার বাবা-মা সহ পরিবারের সকলে । তবে রূপম বলেন আমার অনেক বন্ধু এখন আটকে রয়েছে। তাদের জন্য মন খারাপ ।এখনো যুদ্ধের ভয়াবহতা তার মন থেকে মুছে যায়নি ।এখনো সে আতঙ্ক অবস্থায় রয়েছে । যদি পরিস্থিতি স্বাভাবিক হয় ইউক্রেনে ফিরে যাবে বলেও জানায়। তবে বাবা মায়ের সাথে এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে ঝাড়গ্রামে এখন থাকবে বলেও জানান।রুপম বাড়ি ফিরে আসায় খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা এবং তার প্রতিবেশীরা। ভারত সরকার ও রাজ্য সরকার তাদের ফিরিয়ে আনার জন্য সবরকম সহযোগিতা করেছে বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের রুপম জানায়।