‘চলে গিয়ে ভালো হয়েছে, দলে এমন অনেক প্রকাশ-জয়প্রকাশ আছে, রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়া এই সব মানুষকে চিহ্নিতকরণ করে বের করতে হবে মন্তব্য লকেটের।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বুধবার বাঁকুড়ায় এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারকে নিয়ে ঠিক এই মন্তব্যই করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজ বাঁকুড়ায় দলের এক কর্মসূচীতে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় সাংসদ ডাঃ সুভাষ সরকারকে পাশে বসিয়ে এই বিজেপি নেত্রী আরো বলেন, দলে পদটা বড় কথা নয়। পদ ছাড়াই অনেকে ভালো কাজ করছেন। জয়প্রকাশ বাবু পদ নিয়ে সকলের মধ্যে একটা বিভ্রান্তি সষ্টি করছিলেন বলেও লকেট চ্যাটার্জী অভিযোগ করেন।

এদিন তাঁর ‘দলবদলে’র সম্ভাবনা উড়িয়ে দিয়ে লকেট বলেন, যারা মিডিয়ার সামনে এসব কথা বলছেন তারা ‘কতো টাকায় তৃণমূলের কাছে বিক্রি’ হয়েছেন তা জানতে হবে। আগামী দিনে এরকম আরো রটানো হবে। দলর অনুগত সৈনিকদের বিভ্রান্ত হওয়া চলবেনা বলে তিনি জানান।

বিগত বিধানসভা ও সাম্প্রতিক পৌর ভোটে মারধোর আর ছাপ্পা দিয়ে তৃণমূল জিতেছে অভিযোগ করে বিজেপি নেত্রী লকেট বলেন, এরকম করে ভোট করার কি দরকার ছিল! এমনিই ‘জয়ী’ ঘোষণা করে দিলেই পারতো। এতো সবের পরেও আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে বিজেপি আরো ভালো ফল করবে তিনি আশাবাদী বলে জানান।লকেট চট্টোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য ঘিরে জেলায় রাজনৈতিক চাপানোতোর তুংগে উলটো দিকে জেলা তৃণমূল নেতৃত্বও সুর চড়িয়েছেন তৃণমূল নেতা শিবাজি বন্দোপাধ্যায় লকেটের অভিযোগের ভিত্তিতে বলেন যদি কেউ প্রমান দিয়ে দেখিয়ে দিক বাঁকুড়া জেলায় পৌরভোটে কোনো সন্ত্রাস হয়েছে কিনা, বিজেপি শুন্য তাই তাদের মাথার ঠিক নেই।

বাইট: লকেট চট্টোপাধ্যায়(বিজেপি সাংসদ)
বাইট- শিবাজি বন্দোপাধ্যায় (তৃণমূল নেতা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *