পুনরায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদে অসীম ঘোষের নাম ঘোষণা হতেই ফেসবুকে ঝড়, নেমে আসে শুভেচ্ছা বার্তা।

0
419

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- তৃণমূলের জন্মসূত্র থেকেই দল করছেন অসীম ঘোষ, বর্ষিয়ান নেতা নামে পরিচিতি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন অসীম ঘোষ। পুনরায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদে অসীম ঘোষের নাম ঘোষণা হতেই ফেসবুকে ঝড় নেমে আসে শুভেচ্ছা বার্তা। নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠক এ রাজ্য কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবগঠিত তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক তালিকায় রয়েছে উত্তর দিনাজপুর জেলার বর্ষিয়ান নেতা অসীম ঘোষের। জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি কালিয়াগঞ্জ এর তরঙ্গপুর এর বাসিন্দা তিনি। এরআগেও বর্ষিয়ান নেতা অসীম ঘোষের প্রদেশ সম্পাদক ছিলেন। সদ্য কালিয়াগঞ্জ পৌরসভা, পৌর নির্বাচনের সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস।কালিয়াগঞ্জ এর পৌর ভোটের তৃণমূল কংগ্রেসের যুব,মহিলা নেত্রী,সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন, তিনি আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক নামে ঘোষিত হল। কালিয়াগঞ্জ এর এবারের পৌরভোটে সাফল্য এবং সাংগঠনিক দক্ষতার জেরে তৃণমূলের রাজ্য সম্পাদক পদে রয়ে গেলেন অসীম ঘোষ।
এদিন দলের সাংগঠনিক বৈঠক এ অংশ নিয়ে কলকাতায় থাকেই তিনি জানান আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। দিদি আমাকে উপযুক্ত মনে করে যে দায়িত্ব দিয়েছেন দলের। দলের স্ত্রী বৃদ্ধির জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলেই তিনি পরিচিতি অসীম ঘোষ। তৃণমূলের জন্মসূত্র থেকেই তিনি দলের সৈনিক হিসাবে কাজ করে যান। সাংগঠনিক ছাড়াও তিনি জেলা পরিষদের কমেন্টের পদে আছেন অসীম ঘোষ।তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকেই দলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতির দায়িত্ব পালন করেছেন অসীম ঘোষ। তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ ও তিনি মানুষের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন খুব সহজেই। তারি কারণে তিনি জনপ্রিয়। তৃণমূলের রাজ্য সম্পাদকের পদে নাম ঘোষণাতেই কালিয়াগঞ্জ এর নেতাকর্মীরা ও সাধারণ মানুষ আনন্দে উৎসাহিত।এই আনন্দকে আরও দ্বিগুন করে দিলেন তৃণমূল পাটি অফিসে পুনরায় রাজ্য সম্পাদক অসীম ঘোষ কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সভাপতি সুজিত সরকার, ব্লক সভাপতি নিতাই বৈশ্য,প্রাক্তন 7 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর অমিত দেব গুপ্ত, তৃণমূলের নেতা সজল সাহা,চার নাম্বার ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মনোজ কুমার, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর নবনির্বাচিত সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।