তৃতীয় ঢেউয়ে জেলায় করোনা সংক্রমনের রেখাচিত্র নিম্নমুখী হওয়ায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলার স্বাস্থ্য দপ্তর।

0
1018

নিজস্ব সংবাদদাতা, মালদা,১০ মার্চ : তৃতীয় ঢেউয়ে জেলায় করোনা সংক্রমনের রেখাচিত্র নিম্নমুখী হওয়ায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলার স্বাস্থ্য দপ্তর।
গত তিনদিন ধরে জেলায় করোনা পজিটিভ এর সংখ্যা অনেক কম। মঙ্গলবার ২৩৮ জনের মধ্যে একজন পজিটিভ ছিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিভাগে এই মুহূর্তে একজনি করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, দৈনিক প্রায় ৩৫০ টি লালারসের rt-pcr পদ্ধতিতে পরীক্ষা করা হয়। পাশাপাশি জেলায় দৈনিক ৫০০ থেকে ৬০০ জনের এন্টিজেন পরীক্ষা করা হচ্ছিল সব মিলিয়ে মালদা জেলায় দৈনিক ৮০০ থেকে ৯০০ নমুনা পরীক্ষা হচ্ছিল। তৃতীয় ঢেউয়ে সংক্রমণ কয়েকদিন ধরেই নিম্নমুখী রয়েছে।
কোভিদ বিধি মেনে সবাইকে উৎসবে শামিল হতে হবে এবং সচেতন থাকতে হবে, তাহলে আমরা এটা ধরে রাখতে পারবো বলে জানান মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়।