নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার বীরনগর পৌর নির্বাচনে জয়ী নির্দল প্রার্থীরা পুনরায় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে বলেন, আমার ওয়ার্ডের নাগরিকরা আমাকে পছন্দ করেন। তাই তাদের কথামত আমি মনোনয়নপত্র জমা দিই। এবং নির্বাচনে জয়লাভ করি। বোর্ড গঠনে যদি আমাকে সমর্থন জানায় তাহলে তৃণমূল দলে আমি পুনরায় ফিরে যেতে চাই। তৃণমূল কংগ্রেস দলটাই করতাম। এই দল করে মানুষের কাজ করা যায়। তাই যদি সুযোগ থাকে দল আমাদেরকে পুনরায় ফিরিয়ে নেয়, আমরা আবার দলে ফিরে যেতে রাজি আছি।
যদিও দলে ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গে বীরনগরের তৃণমূল নেতৃত্বের দাবি, দলের সিদ্ধান্তই শিরোধার্য। দলের শীর্ষ নেতৃত্ব যে ধরনের সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা দলের অনুগত কর্মী হিসেবে মেনে নেব। সেক্ষেত্রে ব্যক্তিগত মতামত পোষণ করার ঔদ্ধত্য আমাদের নেই। দল যেটা করবে সেটাই আমরা মেনে নেব।
যদিও বিজেপির কটাক্ষ, দল থেকে একবার বহিস্কৃত হওয়ার পর তাদেরকে আবার মান্যতা দেওয়া, তাদের পুনরায় দলে ফিরিয়ে নেওয়া শোভা পায় না। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে, তাতে ওদেরকে ফিরিয়ে নিতে পিছুপা হবে
Leave a Reply