পুনশ্চ নৃত্য কলার উদ্যোগে বসন্ত উৎসব দুবরাজপুরে।

0
334

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বাংলা বছর শেষের আগে রঙের উৎসব বসন্ত উৎসব। এই উৎসব প্রতিটা বাঙালির জীবনে যে আলাদাই এক রঙিন ছোয়া নিয়ে আসে তা নিশ্চই বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ দুবছর করোনা অতিমারীর জন্য সমস্ত পার্বণ বন্ধ ছিল। কিন্তু এ বছর করোনার গ্রাফ নিম্নগামী হওয়ায় সমস্ত পার্বণ পালন করছেন সকলে। তাই আজ শনিবার বীরভূম জেলার দুবরাজপুরের পুনশ্চ নৃত্য কলার উদ্যোগে ডিএসএ ক্লাবের মুক্ত মঞ্চে বসন্ত উৎসব পালন করা হল। এদিন কচিকাঁচাদের নিয়ে নৃত্য ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, বিশিষ্ট শিক্ষক সোমনাথ মুখার্জী সহ আরো অনেকে। এদিন অনুষ্ঠান শেষে মহিলারা এবং পুনশ্চ নৃত্য কলার ছাত্রীরা আবীর খেলায় মেতে ওঠেন। এদিন পুনশ্চ নৃত্য কলার কর্ণধার রত্না কর্মকার জানান, গত দুবছর করোনা অতিমারীর জন্য আমরা দোল উৎসব ঠিকভাবে করতে পারি নাই। তাই এ বছর লক ডাউন উঠে যাওয়ায় আমরা খুব ভালোভাবে করতে পারছি। আমরা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছি।