বোমাবাজির ঘটনায় প্রতিক্রিয়া দিলেন সাংসদ জগন্নাথ সরকার।

0
372

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঈশ্বরের কৃপায় প্রাণে বেঁচে যাই, না হলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত। গতকাল গাড়ি লক্ষ করে বোমাবাজির ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ এনে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য, গতকাল বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তাদের দলীয় ৫৪ জন কর্মী নিয়ে কল্যাণীর একটি সিনেমা হলে ‘দা কাশ্মীর ফাইল’সিনেমাটি দেখতে যান। রাত আটটা নাগাদ তিনি যখন বাড়ি ফিরেছিলেন ঠিক তখন হরিণঘাটা থানার শিমুলতলা ৭ নম্বর গেটের কাছে বিকট আওয়াজ শুনতে পাই তিনি। গাড়িটি দ্রুত গতিতে চলার কারণে অনেকটা এগিয়ে গিয়ে তিনি গাড়ি থামান। এরপরই বুঝতে পারেন তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। যার ফলে গাড়ির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার বিবরণ জানিয়ে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি সংসদ। মূলত এই ঘটনার প্রতিবাদে আজ দফায় দফায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, সংগঠনের ভিত দুর্বল করতেই শাসকদলের দুষ্কৃতীরা আমাকে ভয় দেখানোর কারণে এই বোমাবাজি করেছে। আমার গাড়ি একটু দ্রুত থাকার কারণে কোনরকমে প্রাণে বেঁচে যায়। আমার গাড়িতে চার ছয় জন ছিলাম প্রত্যেকের প্রাণহানির সম্ভাবনা ছিল। এই ঘটনায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে দাবি বিজেপি সংসদের।