রবিবার সন্ধ্যায় দোল পূর্ণিমা উপলক্ষে ধনীরামপুর খিল কদমতলায় চান্দির লীলাহাটি মেলার শুভ উদ্বোধন হলো।

0
296

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার সন্ধ্যায় দোল পূর্ণিমা উপলক্ষে ধনীরামপুর খিল কদমতলায় চান্দির লীলাহাটি মেলার শুভ উদ্বোধন হলো। দোল পূর্নিমা উপলক্ষে প্রতিবছরই আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খিল কদমতলা চান্দির লীলাহাটি মেলার আয়োজন করেন সংশ্লিষ্ট এলাকার স্মৃতি সংঘ ক্লাব। প্রতিবারের মতো এবারো রবিবার থেকে শুরু হলো খিলকদম তলার চান্দির লীলা হাটি মেলা। মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত বলে আয়োজক কমিটি সূত্রে খবর। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন হয়। মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, জেলা পরিষদ সদস্যা তনুশ্রী রায় প্রমুখ। জানা গিয়েছে, এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মাটির পুতুলের তৈরি নানারকম লীলা প্রদর্শনী।সেখানে করোনা টিকা করণ, নারী পাচার, কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও বাপি লাহিড়ীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ নানান সামাজিক বার্তা। মেলার পাশাপাশি নাম কির্তন সহ নানা সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশিত হবে মেলার মুক্ত মঞ্চে। মেলায় রয়েছে বড় নাগরদোলা, মটকা কুয়া থেকে শুরু করে ছোটো বড় মিলে প্রায় চার শত স্টল রয়েছে বলে জানা গিয়েছে।