উত্তরাঞ্চল ক্লাবের উদ্যোগে ‘রঙের টানে ফুলের টানে’।

0
283

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- শীত কাটিয়ে বসন্তের ছোঁয়া লাগতেই চারিদিকে বসন্ত উৎসবের আনন্দে আত্মহারা সকলে। বিগত দুই বছর ধরে করোনা আবহে বসন্ত উৎসবে মানুষ আগেকার মতো ব্যাপকভাবে শামিল হতে পারেনি। তাই এবারে করোনা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হওয়ায় বীরভূম জেলা জুড়ে বসন্ত উৎসবে সামিল হয়েছেন সকলে। তাই গতকাল সন্ধ্যেয় বীরভূম জেলার দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে উত্তরাঞ্চল ক্লাবের মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। যার নাম দেওয়া হয়েছে রঙের টানে ফুলের টানে। উল্লেখ্য, প্রতিবছর আজকের দিনে দুবরাজপুর রেল স্টেশন সংলগ্ন একটি জঙ্গলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। কিন্তু তীব্র দাবদাহের কারণে কচিকাঁচাদের কথা মাথায় রেখে ক্লাব প্রাঙ্গণেই এই অনুষ্ঠান করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোনামনি বাগদি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্জুন চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুন্ডু, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জি সহ আরো অনেকে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলার মীরাক্কেল খ্যাত অতনু বর্মন ও কাকলি দাস। উত্তরাঞ্চল ক্লাবের সদস্য বিশ্বজিত ব্যানার্জি জানান, এ বছর উত্তরাঞ্চল ক্লাবের বসন্ত উৎসব সপ্তম বর্ষে পদার্পণ করল। এর নাম দেওয়া হয়েছে রঙের টানে ফুলের টানে। মানুষ রঙ ও ফুলকে ভালবেসে আসুক। মনের আনন্দে মেতে উঠুক সাংস্কৃতিক অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ থেকে বাউল, নাচ, আবৃত্তি, গান বিভিন্ন আঙ্গিকে এবং সবগুলোকে নিয়ে এই অনুষ্ঠান।