নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ঘটলো এক অভিনব ঘটনা। কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের মুগবসান গ্রামের সেখ রিয়াজ আলির মেয়ে তাবাসসুম খাতুনের একই দিনে বিবাহ ও B.A গনিতের অনার্স পরীক্ষায় দেওয়া। মঙ্গলবার একসাথে বিবাহ করে ও পরীক্ষা দিয়ে দৃঢ় মানসিকতার পরিচয় দিলোওই ছাত্রী। ওই ছাত্রী বলেন বিবাহের দিনে পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয়নি। তিনি আরো বলেন যে বাড়ির বাবা-মা বিয়ের দিন ঠিক করে ফেলেছিল কিন্তু সেই দিন আমার পরীক্ষা ছিল তা সত্ত্বেও আমি বাবা মায়ের নির্দেশ অমান্য করতে পারিনি তাই পরীক্ষা দেওয়ার পাশাপাশি নিজের বিয়ের অনুষ্ঠানে আমি বসেছি। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন ও মহম্মদ এহেশান টকি।একই দিনে বিবাহ ও B.A পরীক্ষা দিয়ে প্রশংসা কুড়িয়ে নিয়েছে কেশপুরের মুগবসানের ওই ছাত্রী।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন ও মহম্মদ এহেশান টকি ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন কেশপুরের বুকে এ ধরনের ঘটনা নজিরবিহীন নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং ওই ছাত্রী যাতে আগামী দিনে আরো ভালো ভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই তারা কামনা করেন।
Leave a Reply