রামপুরহাটের বগটুই গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে উচ্চশিক্ষা সংসদের তরফে,জানালেন উচ্চশিক্ষা সংসদের সভাপতি।

0
321

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল এই পরিস্থিতিতে আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,এই পরিস্থিতিতে ওই এলাকার পরীক্ষার্থীদের কথা ভেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উচ্চশিক্ষা সংসদের তরফে, জানালেন উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, পরীক্ষা শুরু হতে এখনও হাতে রয়েছে বেশ কয়েক দিন। ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকারের সাথে কথা বলা হবে। যাতে বগটুই এবং পার্শ্ববর্তী এলাকার পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হবে সংসদের তরফে।প্রসঙ্গত এপ্রিল মাসের ২ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বুধবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে পরীক্ষা প্রস্তুতি নিয়ে মেদিনীপুরে এক বৈঠকে যোগ দিতে আসেন সংসদ সভাপতি। মেদিনীপুর আঞ্চলিক বিভাগের অন্তর্গত শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সংসদ সভাপতি। বৈঠক শেষে তিনি জানান, চলতি বর্ষে ৬৭২৭ টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। যা গতবারের তুলনায় তিন গুণ বেশি। যেহেতু প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই থাকছে একজন করে বিশেষ পর্যবেক্ষক। চলতি মরশুমে হোম সেন্টার এই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একইসাথে যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে থাকবে খবর সিসিটিভি র নজরদারি এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা। সবমিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিয়ে যাতে কোনোভাবেই কোনো বিপত্তি না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে সংসদের তরফে, জানালেন সংসদ সভাপতি।