ফুটপাথ সাময়িক ভাবে বন্ধ রেখে চলছে মাতলা সেতুর সংস্কারের কাজ।

0
328

ক্যানিং, নিজস্ব সংবাদদাতা:- সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর।সুন্দরবনের সাথে ক্যানিং হয়ে সড়ক পথে সরাসরি কলকাতায় যাওয়ার জন্য মাতলা নদীর উপর একটি সেতু তৈরী হয়।প্রতিদিন হাজার হাজার যানবাহন সহ লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এই মাতলা সেতুর উপর দিয়ে। গত ২০১১ সালে ৮ জানুয়ারী সেতুর উদ্বোধন করেছিলেন তৎকালীন বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।বর্তমানে সেতুটির স্তম্ভগুলি মরচে ধরায় সংস্কার প্রয়োজন হয়।সেই সংস্কারের কাজ শুরু করেছে পিডব্লিউডি। সেতুর একদিকের ফুটপাথ সাময়িক ভাবে বন্ধ রেখে চলছে সংস্কারের কাজ।৬৪২.৪৪ মিটার লম্বা সেতুর ১২৩ টি স্তম্ভ সংস্কারের জন্য তিনটি ঠিকাদার সংস্থা কে বরাদ দেওয়া হয়েছে।আগামী এপ্রিল মাসের মধ্যে সেতুটির সংস্কারের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।