বুধবার নদীয়ার রানাঘাটে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থকরা।

0
324

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সোমবার রাতে বীরভূমের রামপুরহাট বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মহিলা-শিশুসহ আট জনের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গ বধ্যভূমিতে পরিণত হয়েছে। তাইজন্য অবিলম্বে রাজ্যে আইন-শৃংখলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করতে হবে। এই দাবিতে বুধবার নদীয়ার রানাঘাটে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থকরা। রানাঘাট ছোট বাজার মোড়ে বিজেপি রানাঘাট শহর মন্ডলীর ব্যবস্থাপনায় দিনভর অবস্থান বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবির।পদ্ম শিবিরের দাবি বাংলায় আইন-শৃঙ্খলা অবনতির কারণে অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে।একই সঙ্গে তাদের দাবি বাংলায় সুষ্ঠু ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে।