জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ দুই মাস ধরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে মিলছে না ডায়ালিসিস রোগীদের জন্য বরাদ্দ হিমোগ্লোবিনের ইনজেকশন। এর প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা।
অভিযোগ, ডায়ালিসিস রোগীদের জন্য বরাদ্দ হিমোগ্লোবিনের ইনজেকশন হাসপাতাল থেকে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরেই বাইরে থেকে কিনতে হচ্ছে তাদের। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও সুরাহা না মেলায় বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছেন রোগীর আত্মীয়রা। অবিলম্বে ডায়ালিসিস রোগীদের জন্য বরাদ্দ হিমোগ্লোবিনের ইনজেকশন হাসপাতাল থেকে দেওয়ার দাবি জানান তারা। এই দাবি নিয়ে বৃহস্পতিবার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা।