তেলিয়ামুড়া প্রতিনিধি :- শ্রমকোড বাতিল করা ,ফসলের ন্যায্যমূল্য প্রধান,জিনিসপত্রের দাম কমানো সহ একাধিক দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে ২৮ মার্চ এবং ২৯ শে মার্চ দুই দিন দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সাধারণ মানুষজনের কাছে দু’দিনব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে এক সুবিশাল রেলি অনুষ্ঠিত হয় সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে। এদিনের এই রেলীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে এসে রেলিটির সমাপ্তি ঘটে।এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, সিপিআইএম ২৭ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিদায়ীকা গৌরী দাস সহ দলের অন্যান্যরা কার্যকর্তারা। পরে এ ব্যাপারে সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এক দুর্বিষহ পরিস্থিতি বিরাজ সহ দিকে দিকে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষসহ দলের কার্যকর্তাদের।