জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– সিসিটিভি তেও দেখা মিললনা চোরের।ঘটনার তদন্তে পুলিশ।শহরের প্রাণ কেন্দ্রে সন্ধ্যা হতেই চুরি গেলো স্কুটি।চাঞ্চল্য জলপাইগুড়ি তে।চুরি ছিনতাইয়ের পর এবার দৌরাত্ব বাড়ল বাইক থেকে ,স্কুটি চুরি।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িছে।শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের শিয়াল পাড়া এলাকায় ফরিদ নামে এক যুবক তার স্কুটি রেখে পাশের একটি জায়গায় গেলে হঠাৎ ই এসে দেখে তার গাড়ি টি নেই।এরপর পাশের সপিং মলে সিসিটিভির ফুটেস দেখলেও চোরকে সঠিক ভাবে বুঝতে পারছেনা।যদিও পুরো বিষয়টি র তদন্ত শুরু করে দিয়েছেন পুলিশ।তবে রোজ ই শহর থেকে চুরি ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ ভীত অবস্থায় দিনযাপন করছেন।
Leave a Reply